একসময় এফ আর খানের নকশা করা যুক্তরাষ্ট্রের এই সিয়ারস টাওয়ারই ছিল বিশ্বের সর্বোচ্চ ভবন। ১১০তলা, ১ হাজার ৪৫৪ ফুট উঁচু এই ভবনই তাঁকে এনে দেয় বিশ্বখ্যাতি।
স্থপতি এফ আর খানের জন্ম মাদারীপুরের শিবচরে, ১৯২৯ সালের ৩ এপ্রিল। ১৯৫০ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৫২ সালে বৃত্তির সুবাদে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানকার ইউনিভার্সিটি অব ইলিনয় থেকে এফ আর খান দুটি বিষয়ে মাস্টার্স ডিগ্রি ও একটি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন মাত্র তিন বছরে। তারপর দেশে ফিরে কিছুদিন অধ্যাপনাও করেন—যোগ দিয়েছিলেন করাচি ডেভেলপমেন্ট অথরিটিতে। একসময় আবার পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ১৯৬০ সালে মার্কিন স্থাপত্য সংস্থা স্কিডমুর-ওয়িংস-মেরিলে যোগ দেন পুনরায়। তাঁর পছন্দের বিষয় ছিল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং।
এফ আর খান ১৯৮২ সালে মাত্র ৫২ বছর বয়সে মারা যান।
0 comments: