ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, মিরপুর সরকারি বাঙ্লা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষরা বৈঠকে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ভারপ্রাপ্ত পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান পূর্বপশ্চিমকে বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সাত কলেজের অধ্যক্ষরা তাদের শিক্ষার্থীদের পরীক্ষা, প্রশ্নপত্র ও রুটিন প্রণয়নের জন্য শিক্ষকদের নাম প্রস্তাব করেছে। তাদের প্রস্তাবিত সদস্যদের নিয়ে পরীক্ষা বাস্তবায়ন কমিটি গঠন করা হবে।
এর আগে গত ১ এপ্রিল অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষের কাছ থেকে পরীক্ষা গ্রহণের জন্য নাম আহ্বান করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে আজ বৈঠক শেষে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জম হোসেন মোল্লা পূর্বপশ্চিমকে বলেন, মাস্টার্স, চতুর্থ বর্ষ, তৃতীয় বর্ষসহ শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করবে। আজ আমরা কমিটি গঠনের জন্য নাম প্রস্তাব করে এসেছি।
সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু হায়দার আহমেদ নাসের বলেন, আজকে আমরা শুধু নাম প্রস্তাব করে এসেছি উল্লেখ করার মত কোন সিদ্ধান্ত এখেনো হয়নি। যেহেতু নাম প্রস্তাব করে এসেছি তাই অল্প সময়ের মধ্যেই কমিটি গঠিত হবে এবং কমিটি পরীক্ষার সময়সূচি প্রকাশ করবে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে এই সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। কিন্তু ঢাবির অধিনে চলে যাওয়ার দুই মাস পেরিয়ে গেলেও এখনো কোন নীতিমালা হাতে না পাওয়ায় শঙ্কার মধ্যে রয়েছে সাত কলেজের প্রায় দুই লাক্ষ শিক্ষার্থী।
0 comments: