যেদিন চুলে শ্যাম্পু করার পরও তেলতেলে ভাব যায় না, সেদিনও চুল ছেড়ে রাখতে হয় স্কার্ফ বা রুমাল বেঁধে। তবে বাঁধার ঢঙে ভিন্নতা আনতে পারবেন। কপাল থেকে মাথার তালু পর্যন্ত স্কার্ফ বেঁধে নিন৷ এবার চুল ভালো করে আয়রন করে ছেড়ে দিন।
অনেক সময় হাতের কাছে কোনো স্কার্ফ বা ফিতা থাকে না৷ ভাবছেন তখন কীভাবে আয়ত্তে আনবেন চুলগুলোকে। সামনের চুলগুলোকে পেঁচিয়ে টুইস্ট করে নিন৷ এবার চুলের বাম বা ডান যেকোনো একদিকে বেণি করে তা আরেক পাশে নিয়ে ক্লিপ দিয়ে আটকে দিন৷
শ্যাম্পুর পর কন্ডিশনিং করেছেন কিন্তু তারপরও কাটছে না চুলের উষ্কখুষ্ক ভাব? কিন্তু বাইরে তো বের হতেই হবে৷ এলোমেলো চুল আয়ত্তে আনতে একটা স্কার্ফ বেঁধে নিতে পারেন৷ যেমন স্কার্ফটাকে ভাঁজ করে ব্যান্ডেনার মতো চুলের সামনের দিকে বেঁধে নিন৷ এবার স্কার্ফের খোলা অংশটাকে বেঁধে নিন ফুলের বাঁধনে।
0 comments: