Monday, March 20, 2017

তাহসান-নাদিয়ার ‘দূরবীন’এ চোখ রেখেছেন দর্শকরা


তাহসান-নাদিয়ার ‘দূরবীন’এ চোখ রেখেছেন দর্শকরা


 
তরুণ নির্মাতা ভিকি জাহেদ মায়া, মোমেন্টস, দেয়াল এর মতো জনপ্রিয় শর্টফিল্ম নির্মাণের পর সম্প্রতি হাজির হয়েছেন নতুন শর্টফিল্ম ‘দূরবীন’ নিয়ে। প্রথমবারের মতো এখানে জুটি বেঁধেছেন গায়ক ও অভিনেতা তাহসান ও অভিনেত্রী নাদিয়া। 
 
ইউটিউবে শর্টফিল্মটির মুক্তির পর মিলেছে যথেষ্ট সাড়া। প্রকাশের পর মাত্র চারদিনে ভিউয়ার দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ।  এরা আগে ইউটিউবে মুক্তি পায় 'মোমের দেয়াল', 'তুমিহীনা', 'মন উড়া' ও 'মুক্তি' শিরোনামের চারটি গান। সেগুলোও জনপ্রিয়তা পায়। 
 
আর গত ১৬ মার্চ অনলাইনে মুক্তি পেয়েছে ৩২ মিনিটের স্বল্পদৈর্ঘ্য ছবিটি। তরুণ নির্মাতা ভিকি জাহেদ’র পরিচালনায় 'দূরবীন'র গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। 
দূরবীন' এ তাহসান-নাদিয়া ছাড়াও অভিনয় করেছেন রাজত্য ব্যান্ডের তৌফিক আহমেদ। এতে অভিনয়ে আরো ছিলেন মনসুর মুস্তাফিজ, সোহান বাবু ও ইহতিশাম আহমেদ। প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছে 'দূরবীন'।
 
ইত্তেফাক অনলাইনকে পরিচালক ভিকি বলেন ‘দূরবীন’একটি বিভ্রমের গল্প। যে বিভ্রম এতটাই মায়াবী যে এর অস্তিত্তের ব্যাপারে মানুষের বিন্দুমাত্র সন্দেহ থাকে না। গভীর ভালোবাসা ও মানব সম্পর্কের জটিলতা প্রায় এমন বিভ্রম সৃষ্টি করে আমাদের সামনে। অনলাইনে মুক্তির পর থেকে ব্যাপক সাড়া পেয়েছি আমরা। দর্শকরা কাজটি যে ভালভাবে নিয়েছে সেটা তাদের প্রশংসাসূচক মন্তব্যে বোঝা যাচ্ছে।’

Previous Post
Next Post
Related Posts

0 comments: