Friday, March 24, 2017

ভুল সবই ভুল


অপ্রস্তুত সংবাদ পাঠিকা

একটু পরই সংবাদ শুরু হবে। তাই ঝটপট করে চুল বেঁধে নিচ্ছিলেন সংবাদ পাঠিকা ক্যারল ওয়াকার। কিন্তু ততক্ষণে অন-এয়ার শুরু। ক্যারল সেটা টেরই পাননি। তিনি আনমনে চুল ঠিক করেই যাচ্ছিলেন।
যখন বুঝতে পারলেন, তখন তিনি অপ্রস্তুত। ‘সবাইকে আমন্ত্রণ বিবিসির সংবাদে’ বলেই চিরুনি নিচে নামিয়ে সংবাদ পাঠ শুরু করেন। ২০১৫ সালের ৬ আগস্ট বিবিসিতে এমনটাই দেখেছিলেন হাজারো দর্শক। ক্যারল ওয়াকারের আনমনের এই ভুল সবাইকে হাসিয়েছিল সেদিন। টেবিলের ওপর নিজের ব্যাগ, তার মধ্যে সাজগোজের জিনিস। তা নিয়েই তিনি বসে পড়েছিলেন সংবাদ পড়তে।
ভুল করলেও তিনি বুদ্ধিমত্তা দিয়েই সংবাদের বাকি অংশটুকু পড়ে শেষ করেন, যার জন্য পরে অবশ্য হাসিমুখে ক্ষমা চেয়ে নেন ক্যারল।
টেলিগ্রাফ অবলম্বনে 

Related Posts

0 comments: