Thursday, March 23, 2017

অনার্স সকল বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার জন্য যে সকল নীতিমালা পরিবর্তন এনেছে জাতীয় বিশ্ববিদ্যালয়



বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়, অনার্স সকল বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার জন্য যে সকল নীতিমালা পরিবর্তন এনেছে তা হলোঃ
সকল শিক্ষার্থীকে মোট ৪টি পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।
ক্লাস ভিত্তিক পরীক্ষাঃ ৩টি
১| ১ম ইনকোর্স পরীক্ষা।
২| ২য় ইনকোর্স পরীক্ষা।
৩| টেস্ট পরীক্ষা। এবং
৪| ফাইনাল পরীক্ষাঃ ১টি
সকল পরীক্ষার সময় সূচীঃ
—[ ১ম ইনকোর্স পরীক্ষা ]—
যে দিন থেকে কলেজে ভর্তি হবে (১ম বর্ষের জন্য) জন্য) সেদিন থেকে ৩ মাসের ভিতরে ১ম ইনকোর্স পরীক্ষা হবে।
কলেজের ফাইনাল পরীক্ষা শেষ হবে (২য়,৩য় ও ৪র্থ বর্ষের জন্য) সেদিন থেকে ৩ মাসের ভিতরে ১ম ইনকোর্স পরীক্ষা হবে।
১ম ইনকোর্স পরীক্ষার তারিখ কলেজ থেকে স্যার জানাবেন।
—[ ২য় ইনকোর্স পরীক্ষা ]—
যে দিন থেকে ১ম ইনকোর্স পরীক্ষা শেষ হবে সেদিন থেকে ৩ মাসের ভিতরে ২য় ইনকোর্স পরীক্ষা হবে।
২য় ইনকোর্স পরীক্ষার তারিখ কলেজ থেকে স্যার জানাবেন।
—–[ টেস্ট পরীক্ষা ]——
যে দিন থেকে ২য় ইনকোর্স পরীক্ষা শেষ হবে সে দিন থেকে ২ মাসের ভিতরে টেস্ট পরীক্ষা হবে। টেস্ট পরীক্ষার তারিখ কলেজ থেকে স্যার জানাবেন।
—–[ ফাইনাল পরীক্ষা ]—–
জাতীয় বিশ্ববিদ্যালয় ফাইনাল পরীক্ষার রুটিন করবে। এই ফাইনাল পরীক্ষা কবে হবে কর্তৃপক্ষ ছাড়া কেউ বলতে পারবে না।
Previous Post
Next Post
Related Posts

0 comments: